বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে মানুষের কল্যাণে কাজ করবে-মাফরুজা সুলতানা সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে বাংলাদেশ কালচারাল একাডেমির শোক দেশের মেধাবী ও আদর্শবান লোকদেরকে দলে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন: তারেক রহমান গোদাগাড়ীতে টমেটো চাষে ‘নীরব বিপ্লব’ ট্রাম্পের কাছে বাস্তববাদী পদক্ষেপ আশা করছে ইরান ভূমি উপদেষ্টা হলেন আলী ইমাম মজুমদার দিন-তারিখ ঠিক করে সংস্কার করা অন্তর্র্বতী সরকারের কাজ নয়:খন্দকার মোশাররফ রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল বুকে ব্যথা নিয়ে হাসপাতালে লুৎফুজ্জামান বাবর

প্রেসিডেন্ট পদত্যাগ করলেও সাংবিধানিক সঙ্কট হবে না

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

পতিত স্বৈরাচার হাসিনার অবৈধ সংসদের সদস্যদের নির্বাচিত প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সাংবিধানিক কোনও সংকট সৃষ্টি হবে না। বিশেষজ্ঞরা বলছেন, এর কোনও সম্ভাবনা নেই। কারণ প্রেসিডেন্ট পদত্যাগ করলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করবেন। যেমনটা করেছিলেন জরুরি জমানায় প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহমেদ।
একের পর এক রাষ্ট্রের সাংবিধানিক পদ শূন্য হচ্ছে। হাসিনা জমানার সর্বশেষ শূন্য হলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের এই কমিশন পদত্যাগ করে বাড়ি চলে যায়। আগের দুই কমিশন মেয়াদ পূর্ণ করলেও আড়াই বছরের মাথায় কলঙ্কের বোঝা নিয়ে হাবিবুল আউয়াল কমিশনকে ফিরতে হয়। এর আগে অনেকগুলো সাংবিধানিক পদ শূন্য হয়। প্রধান বিচারপতি ও স্পিকার এদের মধ্যে অন্যতম। এই পটভূমিতে বাকি আছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন ও দুর্নীতি দমন কমিশন। প্রেসিডেন্টকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছে। বলা হচ্ছে, তিনিও হয়তো সরে দাঁড়াবেন। যদিও এর কোনও সত্যতা মেলেনি।
নীতি-নির্ধারকদের তরফে কিছু বলা হয়নি। প্রেসিডেন্ট হাউস থেকেও এমন কোনও আভাস-ইঙ্গিত পাওয়া যায়নি।
বলা হচ্ছে, প্রেসিডেন্ট যদি পদত্যাগ করেন তাহলে কী হবে। সাংবিধানিক কোনও সংকট ? বিশেষজ্ঞরা বলছেন, এর কোনও সম্ভাবনা নেই। কারণ প্রেসিডেন্ট পদত্যাগ করলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একই সঙ্গে দুটো দায়িত্ব পালন করবেন। যেমনটা করেছিলেন জরুরি জমানায় প্রেসিডেন্ট ড. ইয়াজউদ্দিন আহমেদ।
উল্লেখ্য যে, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন বর্ষা বিপ্লব বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এখন তিনি ভারতেই রয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তাকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com