সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

পূজায় সর্বোচ্চ বরাদ্দ ও নিরাপত্তা দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

অন্তর্র্ব্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর সারাদেশে ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। পূজায় সরকারের পক্ষ থেকে এবার সর্বোচ্চ বরাদ্দ ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হয়েছে।
তিনি জানান, অন্যান্য বছর দুই বা তিন কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্দ দেয়া হলেও এ বছর চার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পূজা ম-পের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী সদস্য নিয়োজিত করা হয়েছে। গতকাল শনিবার মুন্সিগঞ্জের বেশ কয়েকটি পূজা ম-প পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে তিনি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজা ম-প এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা ও সন্তোষপাড়া পূজা ম-প পরিদর্শন করেন।এ সময় তার সাথে ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মনিরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট ফাতেমা তুল জান্নাত, ঢাকা রেঞ্জের ডিআইজি একে এম আওলাদ হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার বিউটি আক্তার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো: সুমন মিয়া, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকী রিগ্যান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com