বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা

নুরুল ইসলাম (পলাশবাড়ী) গাইবান্ধা
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

গাইবান্ধার পলাশবাড়িতে এসিআই মোটরস লিঃ কোম্পানির আয়োজনে সোনালীকা ডে-২০২৪ উপলক্ষে বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপির গড়েয়া নামক স্থানে দিনব্যাপী এঅনুষ্ঠান চলে স্থানীয় ডিলার ওয়াহেদুজ্জামান সরকার এর সভাপতিত্বে সভায় এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলার এরিয়া ম্যানেজার রফিকুল করিম, রংপুর এরিয়া ম্যানেজার তোতা মিয়া, গাইবান্ধার রিকভারি টেরিটোরি ম্যানেজার আশরাফুল ইসলাম, গাইবান্ধা এরিয়ার সার্ভিস ইঞ্জিনিয়ার নাইমুর রহমান, রংপুর এরিয়ার সার্ভিসিং ইঞ্জিনিয়ার জুবায়ের খান ছাড়াও স্থানীয় ব্যাবসায়ীক, মালিক, ড্রাইভার গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্রাক্টর চালক ও মালিকদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেক আপ বুথ খোলাহয়। অন্যান্য বুথগুলির মাঝে রয়েছে, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ, সহ ছয়টি স্টল বসানো হয়। নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথ,বসানো হয়।
দিন ব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা ১০৫ টি ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয়। এছাড়াও ট্রাক্টর বুকিং দিলে আকর্ষণীয় অফার হিসেবে একটি স্মার্ট ফোন বিনামূল্যে প্রদান করা হয়। চালক ও মালিকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জন্য বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই খেলা, র‌্যাফেল ড্র সহ নানা ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও উন্নতমানের খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান টি সন্ঞ্চালনা করেন টেরিটরি ম্যানেজার সনজিত চন্দ্র শীল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com