সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

জয়পুরহাটে বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

জয়পুরহাটের পাঁচবিবিতে বর্তমান জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নিষ্ক্রিয় সদস্য আব্দুল গফুর ও জেলা ছাত্রদলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শামীম কর্তৃক বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, উপজেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে উপজেলা বিএনপির সভাপতির সাইফুল ইসলাম ডালিমের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৫ অক্টোবর মঙ্গলবার উপজেলা বিএনপির অফিসে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আলোচনা সভা শেষ করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইটের দানেজপুরস্থ বাসায় নেতাকর্মীসহ দুপুরে খাবার শেষে চাতালের পার্শ্বে মসজিদে আসলে জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নিষ্ক্রিয় সদস্য আব্দুল গফুর ও জেলা ছাত্র দলের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শামীমের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে মহীপুর কলেজ শাখার সদস্য সচিব মাহিন ফেরদাউস সৌহার্দ্য গুরুতরভাবে আহত হয়ে হাসাপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ হামলায় প্রায় ২০জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে ঐ সন্ত্রাসীরা উপজেলা বিএনপি অফিস ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় উপজেলা ও পৌর বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও বিচার দাবী করেছেন। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহব্বায়কদ্বয় ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট হারুনুর রশিদ লিটনসহ বিভিন্ন পর্যায়ের দু’শতাধিক নেতাকর্মী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com