সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::

নেত্রকোণা হাওরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর সহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আদর্শনগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাদেরকে এ সংবর্ধনা ও সম্মাননা দেয়া হয়।বুধবার সকালে আদর্শনগর এলাকার একমাত্র কলেজ শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন ও আদর্শ নগর মেধা ফাউন্ডেশনের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যান ফ্রন্ট এর কেন্দীয় কমিটির সহ-সভাপতি মন্ডলীর সদস্য বিনয় কান্তি তালুকদার মানিক, বিশিষ্ট্ সমাজসেবক মো: নুরনবী চৌধুরী, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: জামাল মিয়া, ইউনিয়ন জামায়াত এর সেক্রেটারী মো: শহীদুল্লাহ কাওসার, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দিলাল মিয়া, মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন এর আহবায়ক মো: আজিজুল হক, আদর্শনগর মেধা ফাউন্ডেশনের সভাপতি মো: ওয়াসিম তালুকদার এবং সাধারণ সম্পাদক সাঈদ হাসান চাষী ও শিক্ষার্থী নিপু খান প্রমুখ। এ সময় বক্তারা বলেন,শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশসহ সুন্দর মনের মানুষ হিসেবে গড়ে উঠায় উৎসাহ দিতে এই সংবর্ধনা ভূমিকা রাখবে। এছাড়াও বক্তারা মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: আব্দুল আওয়াল খান ও আদর্শনগর মেধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com