‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রজাতির শতাধিক গাছপালা নিয়ে স্টল বসেছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে। ভালুকা উপজেলা প্রশাসন ও বন বিভাগ ৩ দিনব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। সোমবার (২১ অক্টোবর) বিকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ। পরে বিভাগীয় বন কর্মকর্তা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হুদা খান। ২৩ অক্টোবর এই বৃক্ষমেলা শেষ হবে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।