রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
মৌলভীবাজাররে বড়লখোয় বএিনপরি আঞ্চলকি র্কাযালয়রে উদ্বোধন জিয়ানগর কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শ্রীপুরে নবান্ন উৎসব পালিত দুর্গাপুরে সিরাত মাহফিল ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, গণতন্ত্র এখনো হাতের নাগালে আসেনি-গয়েশ্বর রায় ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করব-ভিসি আমানুল্লাহ বেনাপোলে বাংলাদেশ ব্যাংক খুলনা কর্তৃক জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেনোতা বৃদ্ধি ওয়ার্কশপ মানবতার সেবায় এগিয়ে গুয়ারেখা ইউনিয়নের জনবান্ধন নেতা মোঃ সুজন ফকির ডিসেম্বরের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন -জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম পরওয়ার ভালুকায় জবরদখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা ‘লাউতি খাল’ উদ্ধার

আইপিএলের রিটেনশন চূড়ান্ত, নেই মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চেন্নাইয়ের হয়ে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। মাঝপথে দেশে ফেরার আগ পর্যন্ত দলটির হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। তবে সেসব কিছু মনে রাখেনি চেন্নাই, মোস্তাফিজকে রিটেইন করেনি তারা। গত বৃহস্পতিবার ছিল আইপিএলের প্লেয়ার রিটেনশনের শেষ দিন। ভারতীয় সময় বিকেল ৫টার মাঝেই নিয়মানুযায়ী বোর্ডের কাছে সব দল নিজেদের রিটেনশন চূড়ান্ত তালিকা জমা দিয়েছে।
রিটেনশন ও নিলামসহ আইপিএলে প্রতিটি দলকে ১২০ কোটি রুপির সর্বোচ্চ খরচের সীমা বেঁধে দিয়েছে আয়োজকরা। এর মাঝে থেকেই রিটেনশনে খরচ করতে হবে, এরপর বাকি টাকা দিয়ে নিলাম থেকে ক্রিকেটার কিনতে পারবে তারা। টুর্নামেন্টের নতুন নিয়মানুযায়ী, আগের আসরের ছয়জনকে এবারের আসরে ধরে রাখতে পারবে যেকোনো দল। তবে সেই সুযোগ কাজে লাগায়নি চেন্নাই। তবে চেন্নাই ধরে রেখেছে পাঁচজনকে। যেখানে নেই মোস্তাফিজ।
তবে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে এবারো ধরে রেখেছে তারা। বাকিরা হলেন রুতুরাজ গায়কোয়াড়, রবিন্দ্র জাদেজা, শিভম দুবে ও মাহেন্দ্র সিং ধোনি। তবে মোস্তাফিজ একাই নয়, সবগুলো দল থেকেই বাদ পড়েছেন অসংখ্য তারকা ক্রিকেটার। কলকাতা অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে, রাখেনি স্টার্ককেও। ব্যাঙ্গালুরুও ছেড়েছে ডু প্লেসি, ম্যাক্সওলদের। সব মিলিয়ে আইপিএলের নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের বিচক্ষণতার পরিচয় দিয়ে নিজেদের কৌশল সাজিয়ে ফেলেছে। ফলে এবারের নিলামে অপেক্ষা করছে বড় বড় চমক।
চলুন এক নজরে দেখে নেয়া যাক রিটেনশন তালিকা-
মুম্বাই ইন্ডিয়ান্স
রিটেনশন : জসপ্রিত বুমরাহ (১৮ কোটি রুপি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও তিলক ভার্মা (৮ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ৫৫ কোটি রুপি।
সানরাইজার্স হায়দরাবাদ
রিটেনশন : হেনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি), প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি) ও নীতিশ কুমার রেড্ডি (৬ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ৪৫ কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস
রিটেনশন : রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিভম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি), মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ৬৫ কোটি রুপি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
রিটেনশন : বিরাট কোহলি (২১ কোটি রুপি), রজত পাতিদার (১১ কোটি), ইয়াশ দয়াল (৫ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ৮৩ কোটি রুপি।
কলকাতা নাইট রাইডার্স
রিটেইন : রিঙ্কু সিং (১৩ কোটি রুপি), আন্দ্রে রাসেল (১২ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), হার্শিত রানা (৪ কোটি), রমনদীপ সিং (৪ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ৫১ কোটি রুপি।
দিল্লি ক্যাপিটালস
রিটেইন : অক্ষর প্যাটেল (১৬.৫০ কোটি রুপি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টিয়ান স্টাবস (১০ কোটি), অভিষেক পোরেল (৪ কোটি)
নিলামে খরচ করতে পারবে ৭৩ কোটি রুপি।
রাজস্থান রয়্যালস
রিটেইন : সাঞ্জু স্যামসন (১৮ কোটি রুপি), যশস্বী জয়সাওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরান হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ৪১ কোটি রুপি।
গুজরাট টাইটান্স
রিটেইন : রশিদ খান (১৮ কোটি রুপি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫০ কোটি), রাহুল তেওয়াতিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ৬৯ কোটি রুপি।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
রিটেইন : নিকোলাস পুরান (২১ কোটি রুপি), রবি বিষ্ণই (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।

নিলামে খরচ করতে পারবে ৬৯ কোটি রুপি।
পাঞ্জাব কিংস
রিটেইন : শশাঙ্ক সিং (৫.৫ কোটি রুপি), প্রভসিমরান সিং (৪ কোটি)।
নিলামে খরচ করতে পারবে ১১০.৫ কোটি রুপি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com