সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে সবজির ফেরিওয়ালা সাফিয়া সামান্য আয়ে কষ্টে দিনাতিপাত ভালুকা মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সরিষাবাড়ীতে সিজারকালে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ রংপুরের বদরগঞ্জে দাদন ব্যবসা বন্ধের দাবী এলাকাবাসীর কালীগঞ্জে বোরো সমলয় চাষে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আঙ্গুল ভাঙ্গলো নিষিদ্ধ ছাত্রলীগ সুনামগঞ্জে বাউল কামাল পাশাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবী স্বৈরাচারের পুনরুত্থান যেন বাংলার মাটিতে আর না ঘটে-ফয়সল আহমদ চৌধুরী তিতাসে বিএনপির কর্মী সমাবেশে জনতার ঢল নাজিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার প্রতিবাদে-সংবাদ সম্মেলন

পলিথিন শপিং ব্যাগ বন্ধে ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

পলিথিন শপিং ব্যাগ বন্ধে আগামী ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করবে পরিবেশ মন্ত্রণালয়। পরিবেশ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটির উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের বিভিন্ন সুপারশপে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মনিটরিং কমিটির সদস্যরা বাজার করতে আসা মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। একই সঙ্গে দোকানদারদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেয়া হয় এবং পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেন, পলিথিন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সকল জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
তিনি বলেন, ১ ও ২ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোবাইল কোর্ট বন্ধ থাকলেও মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সদস্য হিসেবে যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব রুবিনা ফেরদৌসী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম এবং পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com