বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে তারেক রহমানের অভিনন্দন রাজধানীর ১৩টি স্থানে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে সরাসরি ডিম সরবরাহ বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলে নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাজ্যের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন ব্রিটিশ হাইকমিশনার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন কুইক রেন্টালে দায়মুক্তির বিধানের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায় ১৪ নভেম্বর জনগণের জানমাল আমাদের কাছে পবিত্র আমানত ফের বাড়লো মূল্যস্ফীতি, খাদ্যপণ্যেও অস্বস্তি উপযুক্ত সময়ে নির্বাচন দিলেই জাতির চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব : মির্জা ফখরুল আফগানিস্তানের কাছে লজ্জার হার বাংলাদেশের

ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে ভোলায়। দিবসটি উপলক্ষে ভোলা জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলার উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালিটি বের হয়। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফজলুর রহমান বাচ্চু মোল্লা, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির সোপান, যুগ্ম- আহ্বায়ক এনামুল হক মাস্টার, যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহমেদ হাওলাদার, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন অদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসানাত তসলিম, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার সহ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। র‌্যালিটি সদর রোড হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা স্কুল মোড় দিয়ে সরকারি স্কুলের মোড় হয়ে জেলা বিএনপির কার্যালয় এসে শেষ হয়।র‌্যালিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় জেলা শহর জুড়ে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com