ময়মনসিংহে গণপ্রকৌশল দিবস ও আইডিবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী শীর্ষক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়নে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ময়মনসিংহ জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময়ে ময়মনসিংহ জেলা আহবায়ক প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রকৌশলী জহিরুল হক, মোসারফ হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রেনিক মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা বলেন, নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশে কারিগরি শিক্ষার মান কমিয়ে ও শতশত মানহীন বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়।সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে অনেক দিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সার্বিক পরিস্থিতি ও বেসরকারী পলিটেকনিক ইনস্টিটিউটের দিকে তাকালে বিষয়টি পরিলক্ষিত হবে। সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের অকার্যকর করতে ধ্বংসাত্বক ভুমিকা গ্রহন করেছেন বলে তারা মনে করেন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ৫ হাজার ৮শত ৮১ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি শিক্ষা বর্ষে প্রায় ১ হাজার ৬শত শিক্ষার্থী ভর্তি হয়। ওই শিক্ষার্থীর জন্য শিক্ষক থাকার কথা ২৫০জন। কিন্তু শিক্ষক রয়েছে মাত্র ৭১জন। এতো শিক্ষক পদ শূণ্য থাকলেও শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে না।ফলে একদিকে বঞ্চিত হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীগণ আরেকদিকেসুষ্ঠু পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের মাধ্যমে এ বৈষম্যহীন কর্মক্ষেত্র সময়ের দাবী বলে আমরা মনে করি। আশা করি বিষয়টি কর্তৃপক্ষ নজরে নিয়ে এ বৈষম্য দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।