ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান টুলু মেম্বার, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল প্রমূখ। এছাড়া এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়ক প্রতিনিধি, ১১ টি ইউনিয়ন পরিষদের সচিবগণ। সভায় সভাপতির বক্তব্যে রিনাত ফৌজিয়া বলেন, উপজেলা প্রশাসন হবে দুর্নীতিমুক্ত। কেউ দুর্নীতি করলে তাকে ছাড় দেওয়া হবে না। সাব রেজিস্ট্রি ও ভূমি অফিসে কেউ দালালি করলে তা প্রাণিত হলে তাহাকে টাউট আইনে সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে সমন্বয় সভায় বক্তারা উপজেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও নানা বিষয় নিয়ে বিস্তার আলোচনা করেন।