শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

গুমের শিকার পরিবারের ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে: আইন উপদেষ্টা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা ও সাহসের কোনো অভাব নেই। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে। আমরা সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ।’
শুক্রবার রাজধানীর গুলশানের এক হোটেলে এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইন ভলান্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্স (এফএডি)-এর প্রোগ্রামে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত গুম-বিচারবহির্ভূত হত্যাকা-ের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘এই সরকার সব সরকারের মতো না। আমরা কোনও পলিটিক্যাল ফিগার না। তাই আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না।’ গুম একটি ভয়াবহ অপরাধ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খুন করার চেয়ে খারাপ অপরাধ হলো গুম।’ এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com