রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন

টঙ্গী সাব-রেজিস্ট্রার দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক বকুল

টঙ্গী প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে রাত ৭ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। এসময় নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন, আহবায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন। ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে ২১৬ জন ভোটারের মধ্য ২১৪ জন ভোট প্রদান করেন।মোট ১৪টি পদে ৩২ জন প্রতিদ্বন্দিতা করেছেন। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ১৬১ ভোট, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ১৪৪ ভোট, হোসেন আহমেদ ১৩৭ ভোট, সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বকুল ১৫২ ভোট, সহ সাধারণ সম্পাদক জাহিদ হাসান স্বপন ১৭৪ ভোট, মোঃ এনামুল সরকার ১২৫ ভোট, সাংগঠনিক মোঃ নুরল ইসলাম ১১২ ভোট, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ১৫০ ভোট, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম ১০২ ভোট,ক্রীড়াও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ১১৯ ভোট,ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোঃ ওয়াদুদ হোসেন ১০৮ ভোট, প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন ১২৬ ভোট, সদস্য আল আমিন মিয়া ১৫৪ ভোট, কে.এম. নজিবুল্লাহ ১৩৮ ভোট, ফারুক হোসেন ১৩৫ ভোট। নির্বাচন কালীন সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন, গাজীপুর টঙ্গীর রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন, সংগঠনের উন্নয়নে কাজ করবে, সেবা প্রত্যাশীদের কোনরকম হয়রানি ছাড়াই সঠিক সেবা নিশ্চিত করবে বলে আমি মনে করি। সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামীতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। এবারের টঙ্গী ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। বিজয় প্রার্থীরা জানান, নির্বাচনে যারা পরাজিত হয়েছে আমরা মনে করি তারাও বিজয়ী হয়েছেন, উৎসবমুখর নির্বাচনের জন্য তাদের ভূমিকা অপরিসীম, সকলকে সাথে নিয়ে সংগঠনের উন্নয়নে আমরা কাজ করব। নির্বাচনের সকল ভোটার ও যারা উপস্থিত থেকে নির্বাচনকে সহযোগিতা করেছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com