বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, এখনো গণতন্ত্র আমাদের হাতের নাগালে আসেনি। জনগণ যেনো ফুটবল খেলার মাঠের মত আনন্দ নিয়ে ভোট দিতে পারে। আজ আপনার আমার কথা শোনার জন্য জনগণ বসে নাই। দেশের মানুষ সংস্কার বোঝেনা, বোঝে জিনিসপত্রের দাম বেশি। (শনিবার) বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশের মানুষ মাদক মুক্ত দেশ, সন্ত্রাস মুক্ত দেশ চান। বড় বড় সংস্কার চান না। এই সংস্কার জনগণের জন্য না, এই সংস্কার তাদের জন্য যারা দেশ পরিচালনা করেন। তারা জেনো স্বার্থপর না হন। ওবায়দুল কদেরকে উদ্দেশ্য করে বিএনপি প্রবীণ এই নেতা বলেন, কথায় কথায় খেলা হবে খেলা হবে বলা কাদের আর কোনো খেলায় অংশ নিতে পারবেন না। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ১ম সেমি ফাইনাল খেলায় এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমূখ বক্তব্য রাখেন। এ-সময় লালমনিরহাট ও পঞ্চগড় জেলা বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। খেলায় স্বাগতিক লালমনিরহাটের মোকাবিলা করে পঞ্চগড় দল।