সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক আজ

সাদেক মাহ্মুদ পাভেল
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ব্যাটারিচালিত রিকশাচালকদের আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাথে আজ সোমবার বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে রোববার ২৪ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে অটোরিকশা চালকরা। তাদের কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অটোরিকশা চালকদের গণঅবস্থান
কর্মসূচি থেকে জানানো হয়েছে, আজ সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সাথে বৈঠকে বসবে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম ইউএনবিকে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, ‘ইউনিয়নের একটি প্রতিনিধি দল আজ সোমবার ডিএমপি কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে বৈঠকে বসবে। আশা করি, এই বৈঠক থেকে একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে।’
ইতোমধ্যে তাদের আরেকটি প্রতিনিধি দল এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামানের সাথে দেখা করেছে। দাবি পূরণে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে একটি রিট আবেদন করা হবে বলেনও জানান আরিফুল ইসলাম। এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন। ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে গত ১৯ নভেম্বর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর প্রতিবাদে রাস্তায় নামেন রিকশাচালকরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com