সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিন: মঈন খান

খবরপত্র প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে যেতে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্র্বতী সরকারকে ধন্যবাদ জানিয়ে মঈন খান বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে নির্বাচন দরকার। অন্তর্র্বতী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’
গত রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। মহিদুর রহমান দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ নভেম্বর সকালে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
তিনি বলেন, অত্যাচারকারী স্বৈরাচার ছাত্র-জনতার প্রতিরোধের মুখে বিদায় নিয়েছে। এতে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। গত পনেরো বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনও বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছেন না।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com