রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মম ভাবে হত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং উপজেলার সাধারণ শিক্ষার্থী ও ছাত্র জনতার সার্বিক আয়োজনে গতকাল ২৭ শে নভেম্বর বিকালে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের করা হয় এবং বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ট মোড়ে এসে বিক্ষোভ সমাবেশটি মিলিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজলীর ডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক ওবায়দুল্লাহ্ সাব্বিয়ান, উপজেলা সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গণ অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাইমিনুর রহমান সানা, প্রিন্স মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নিশান আহমেদ, রক্সি আহমেদ, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, ছাত্রদল আহবায়ক মমতাজুল ইসলাম মিঠু, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আবু সাঈদ সাকিল, সাবেক ছাত্র নেতা আবু তোরাব ঈমন, নাসির হোসাঈন প্রমুখ। উক্ত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় বক্তারা বলেন, ভারতি আগ্রাসি সন্ত্রাসী দল ইসকন কর্তৃক চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে সন্ত্রাসী কায়দায় হামলা করে তার মৃত্যু নিশ্চিত করেছে। আমরা এ সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধসহ এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার আহবান জানাই। তা না হলে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের সর্বস্তরের জনগনকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন বাস্তবায়ন করা হবে।