বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভারত থেকে মুখ ফিরিয়ে চীনের দিকে ঝুঁকছে হিন্দুপ্রধান নেপাল জুলাই-আগস্ট গণহত্যা: আমু, কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ভারতের শাসকগোষ্ঠী দু’দেশের জনগণের মধ্যে সম্প্রীতি চায় না : নাহিদ ইসলাম মমতা ব্যানার্জির মনে গভীর কট্টরপন্থি হিন্দুত্ববাদ : রিজভী শীতকালীন সবজি চাষে ব্যস্ত লালমনিরহাটের কৃষকরা নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে মিলেছে ‘হারিছ চৌধুরী’র ডিএনএ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের নির্দেশ ২১শে আগস্ট মামলার ফরমায়েশি তদন্ত করে পুরস্কার পেয়েছিলেন কাহ্‌হার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজারে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশন গঠিত

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ২৩৫৯) এর নির্বাচন কমিশন গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ১ ডিসেম্বর রবিবার সন্ধ্যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রশিক’র এর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের সঞ্চালনায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচন কমিশন গঠন ও সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল এর সহকারী পরিচালক সাইফুদ্দিন সরকার, মৌলভীবাজার-হবিগঞ্জ রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (রেজিঃ নং ০৮) এর মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং বি- ১৮৮৬) এর সভাপতি তঞ্জু খান, মৌলভীবাজার জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা নেতৃবৃন্দসহ সবকটি উপজেলার ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাধারণ সভার পরপরই উন্মুক্ত আলোচনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রশিককে প্রধান নির্বাচন কমিশনার ও মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম রিপনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ হলেন- মৌলভীবাজার-হবিগঞ্জ রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) এর সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তঞ্জু খান। সভায় জানানো হয়-জেলা অটো-টেম্পু, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল ঘোষণাসহ ভোট গ্রহণের তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তফসিল ঘোষণার পূর্বে সকলকে নিজ নিজ ইউনিটের সভাপতি-সম্পাদকের কাছে শ্রমিক কার্ড জমা দিতে হবে। শ্রমিক ছাড়া কেউ ভোটার হতে পারবেন না। উল্লেখ্য-আওয়ামীলীগ সরকারের আমলে শ্রমিক সংগঠনে নির্বাচন নিয়ে একাধিকবার তাল-বাহানা করা হয়। বারবার নির্বাচনের আয়োজন করে নির্বাচনের পূর্বমুহূর্তে নির্বাচন বন্ধ করে দেয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com