বাংলাদেশে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে সচেতনতামূলক সেমিনার আয়োজন করেছে দ্য ইনার হুইল ক্লাব অব গুলশান। গত ৯ ডিসেম্বর, গুলশান লেডিস কমিউনিটি ক্লাবে আয়োজিত সেমিনারের মূল প্রতিপাদ্য ছিলো ‘ঐক্যবদ্ধ হও! নারী ও মেয়েদের প্রতি সহিসংতা বন্ধে’। সেমিনারে প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন উই ক্যান অ্যালান্সের প্রধান নির্বাহী জিনাত আরা হক। এসময় তিনি বাংলাদেশে নারী ও মেয়েদের প্রতি সহিংসতার মূল কারণগুলোকে মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারে নারী ও মেয়েদের সহিংসতা থেকে রক্ষা করার আইনি কাঠামো নিয়ে কথা বলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী। নারী ও মেয়েদের প্রতি সহিসংতা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশ’র ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। প্রধান অতিথি তার বক্তব্যে নারী ও মেয়েদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা পালনের কথা বলেন।
ইনার হুইল ক্লাব অব গুলশান আয়োজিত জনগুরুত্বপূর্ণ এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর কার্যনির্বাহী কমিটির সদস্য, ক্লাবের সভাপতি এবং ইনার হুইল ক্লাব অফ গুলশানের সদস্যরা। সেমিনারে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলীর কাছে একটি শেল্টার হোমের জন্য অনুদানের চেক হস্থান্তর করা হয় যেখানে সহিংসতার শিকার হওয়া নারী ও মেয়েদের সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, দ্য ইনার হুইল ক্লাব অফ গুলশান, আই.ডব্লিউ.ডি ৩২৮, বাংলাদেশÑনারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং সকলের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্যোগে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।