কয়েক শতাধিক শিক্ষিত নারী পুরুষ কান্নায় ভেঙে পড়েন।আবেগ আপ্লূত হয়ে মনের কষ্টের কথা তুলে ধরলেন। শেখ হাসিনার নোংরা রাজনীতির জন্য তীব্র প্রতিবাদ জানান বহু প্রতিবাদী নারীরা।আমাদের মেধা ও বেকারত্বকে পুঁজি করে স্বৈরাচারী শেখ হাসিনা রাজনীতির মাঠে আমাদের ব্যাবহার করে ভোটের মাঠে টিকে ছিল। শিক্ষিত বেকার যুবক-যুবতীরা শেখ হাসিনার মিষ্টি কথায় ভুলে গিয়ে ভোট দেয়।হাজার হাজার শিক্ষিত সমাজ শেখ হাসিনার কথায় মুগ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগের সরকার গঠন হলে ঘরে ঘরে চাকুরী হবে। আর সেই ফাঁদে পা দিয়ে দুষ্ট প্রকৃতির নারী নেত্রী খুনি শেখ হাসিনার কথায় ভোট দিয়ে আজ শিক্ষিত যুবসম্প্রদায় মনে মনে অভিশাপ দিচ্ছেন। আর সেই কষ্ট ও গ্লানির কথা তুলে ধরলেন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নেছারাবাদ শাখার আয়োজন মত বিনিময় সভায়। আলোচনা সভায় প্রতিবাদী নারী বলেন, শেখ হাসিনা আমাদের হত্যা করেছেন ঠান্ডা মাথায়। চিটিংবাজী ও নোংরা রাজনীতির মাঠে আমরা জীবিত কিন্তু মনে প্রাণে মৃত। আমাদের সবকিছু শেষ করে দিয়েছেন ক্ষমতা লোভী খুনি শেখ হাসিনার সরকার। আমাদের বেকারত্ব নিয়ে নোংরা রাজনীতির মাঠে আমাদের ব্যাবহার করেছেন। আর আমরাও লোভের বশীভুত হয়ে ফাঁদে পা দিয়ে মহা অপরাধ করেছি। বর্তমান সময়ে আমাদের নেই সরকারি চাকুরির বয়স। আমাদের সাথে এক ধরনের বিশ্বাসঘাতক করেন আওয়ামী লীগের সরকার। আমাদের নিয়ে ছিনিমিনি খেলেছে ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকার। বক্তব্য রাখতে গিয়ে বহু বক্তা কান্নায় ভেঙে পড়েন।কি হবে আমাদের দিয়ে। আমরা কি করবো। আমরা কোথায় যাবো। মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় কলেজিয়েট একাডেমির হল রুমের আলোচনা সভায় সুবক্তা মোঃ সহিদ হোসেন সহ মোঃ রুভেল হোসেন, সুমন মিস্ত্রি, মোসাঃ ইয়াসমিন, সঙ্গীতা, মলয় মন্ডল, মনিকা, মোঃ আবু রায়হান, রিক্তা বেপারী ও রীতা মজুমদারের সময় উপযোগী বক্তব্য তুলে ধরলেন কমিটির পরিচিত ও মত বিনিময় সভায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সন্মানিত সভাপতি মোঃ এনামুল কবির। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক মোঃ জাকির হোসেন ও বানারীপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ তাওহীদ প্রমুখরা উপস্থিত ছিলেন। এদিকে স্বরূপকাঠি উপজেলার সভাপতি মোঃ জাকারিয়া হোসাইন ও সাধারণ সম্পাদক সাহানারা নাসরিন সমগ্র অনুষ্ঠানটি চমৎকার পরিবেশ তৈরি করে সার্থক করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন।স্বরূপকাঠি পৌরসভার পাশাপাশি দশটি ইউনিয়নে নেতৃবৃন্দের অংশ গ্রহণ সমগ্র অনুষ্ঠানটি সার্থক করে তুলতে সক্ষম হয়েছে। গুয়ারেখা ইউনিয়নের পাশাপাশি বলদিয়া ইউনিয়ন, আটঘর কুডিয়ানা ইউনিয়নের শীর্ষ নেতাদের ভূমিকা ছিল দারুণ। সাহসী পদক্ষেপ নিয়ে সঠিক দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। গঠন মূলক সমালোচনা করে সংগঠনের কার্যক্রম জানিয়ে দেয়।বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নেছারাবাদ শাখার আয়োজন ছিল চোখে পড়ার মত। কয়েক শতাধিক শিক্ষিত নারী পুরুষ মিলিত হয়েছে কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় সভায়। কলেজিয়েট একাডেমির হল রুমে অনুষ্ঠানের মধ্য মনি পিরোজপুর জেলা সভাপতি মোঃ এনামুল কবিরের বক্তব্য সকলের অন্তরের অন্তস্থলে দাগ কেটেছেন। বাস্তব চিত্র তুলে ধরলেন আজকের কমিটির পরিচিত সভা ও মতবিনিময় সভায়।উপস্থিত সকলেই মুগ্ধ শ্রুতি মধুর সাহসী পদক্ষেপ নেওয়া বক্তব্য শুনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলেন, আপনি আপনাদের হীন স্বার্থের জন্য নোংরা রাজনীতির মাঠে আমাদের বেকার ছেলেমেয়েদের বলির পাঠা বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আমাদের দেশের মেধাবী ছাত্র সমাজকে ধ্বংস করার গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন। প্রতিবেশী ভারতের বুদ্ধিতে আমাদের দেশের মেধাকে হত্যা করেছেন। নাম মাত্র দুই বছরের জন্য সান্ত¡না স্বরূপ চাকরি দিয়েছেন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আপনি একজন মিথ্যুক নারী নেত্রী। আপনি খুনি সরকার।হাজার হাজার মেধাবী ছাত্র সমাজদের খুন করেছেন সুকৌশলে। আপনি পাপী এবং ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।জেলার সভাপতি আরও বলেন, গত ১৫ বছর আমাদের দেশের সাধারণ মানুষ নিয়ে ছিনিমিনি খেলার মত্ত ছিলেন। মহান আল্লাহ আপনাকে দোজখের আগুনে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। এসময়ে কলেজিয়েট একাডেমির হল রুমে বহু গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরূপকাঠি উপজেলার সন্মানিত সভাপতি মোঃ জাকারিয়া হোসাইন। দারুণ তাৎপর্য বহন করে সমগ্র অনুষ্ঠানটি সার্থক করে তুলতে সক্ষম হয়েছে। পরিপাটি পরিবেশ তৈরি করে বেকার ছেলেদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে। এরপর গীতা পাঠ করেন। সমগ্র অনুষ্ঠানটি ছিল চরম হতাশার ছাপ নিয়ে। কয়েক শতাধিক শিক্ষিত বেকার ছেলে মেয়েদের মুখে ছিল না হাসি।জীবনের সকল হতাশা ভর করে ছিল বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের স্বরূপকাঠি উপজেলা শাখার আয়োজনের পরিচিত সভা ও মত বিনিময় সভায়। সর্বশেষ তথ্য অনুযায়ী সকলের প্রচেষ্টার ফসল আজকের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের আয়োজন।