বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আলাদাতপুর এলাকায় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. মো: আলমগীর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম, ফরিদপুর জেলা আমির মোহাম্মদ বদরুদ্দিন, নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মো: জুলফিকার আলী মন্ডল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, রূপগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা আইয়ূব আনসারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কালচারাল বিভাগের সদস্য আবিদুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক মো: রাফায়েতুল হক তমাল। উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের নেতা-কর্মীরা এবং সূধীজনেরা উপস্থিত ছিলেন। অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কার্যালয় উদ্বোধন করেন। এর আগে গত রোববার নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সিঙ্গিয়া বাজার এলাকায় কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। এ সমাবেশে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। বিনা কারণে নাশকতার মিথ্যা মামলা দিয়ে পুলিশ রিমান্ডে নিয়েছে। রিমান্ডে চোখ বেঁধে অমানবিক নির্যাতন করেছে। জামায়াতের অসংখ্য মা-বোনদের ওপর নির্যাতন করেছে।
ছয় মাসের অন্ত:সত্ত্বা বোন খাদিজাকে একটানা পাঁচ ঘণ্টা থানার মধ্যে দাঁড়িয়ে রাখা হয়েছিল। তার ওপর অম্নাবিক নির্যাতন করা হয়েছে। নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইমরুল কায়েসকে বিনা কারণে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। হবখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল কাদের পিন্টুর সভাপতিত্বে বক্তৃতা করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি শামসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, সদর উপজেলার আমির আব্দুল্লাহ আল আমিন, হবখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জামায়াতের নায়েবে আমির আব্দুল আহাদ প্রমূখ।