ফরিদপুরের নগরকান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমি মাঠে বালিকা দলের ফাইনালে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, দুপুরে বালক দলের ফাইনালে ছাগলদী সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ৪-০ গোলে গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নগরকান্দা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রওনকারা বেগম। এ আরো সময় উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, মোস্তফা হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব ওমর আলী, হাসান রাহুল আল ফয়সালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।