মুন্সীগঞ্জের সন্তান ইতালী উত্তর সেচ্ছা সেবক দলের মিলান শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশার নেতৃত্বে ১৮ জনের একটি প্রতিনিধি দল বিএনপির ) স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্বা ও সাবেক মন্ত্রী ডা: খন্দকার মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। বুধবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় গুলশান তার নিজ বাড়িতে প্রতিনিধি দল ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সালাম ও দৈনিক খবর পত্র পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। ডা: খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ভূ-তত্ত্ব বিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক। তিনি ঘরোয়া সাক্ষাৎ সময় ইতালী প্রবাসী বাঙ্গালীদের কথা তুলে ধরেন এখন বলেন, প্রবাসীরাই আমাদের প্রাণ, বাঙালি অস্তিত্ব তাদের রেমিট্যান্স বন্ধ করে দিয়ে যেমন স্বৈরাচারকে উৎখাত করতে বিশাল ভূমিকা পালন করে তেমনি প্রবাসীরা এই দেশ উন্নয়নের ক্ষেত্রে সদা সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। আগামীতে এই প্রবাস নেতৃবৃন্দের প্রতি নজর করা জরুরীও বটে। স্বেচ্ছাসেবক দল ইতালী উত্তর মিলান শাখার প্রতিনিধিত্ব করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি বিএনপি পৌর আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উওর আহবায়ক যুবদল ভিপি শাহাবুদ্দিন, চট্রগ্রাম মহানগর যুবদল সাবেক সহ যোগাযোগ সম্পাদক আব্দুল হাফিজ, ব্রেশিয়া মানতোভা বিএনপি যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম মুরাদ, ব্রেশিয়া ইতালি বিএনপি নেতা আবু মাহমুদ বাবুল, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও জাতিসত্তা বিষয়ক সম্পাদক মো:মারুফ হোসেন।