শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভালুকায় শীত থেকে বাঁচতে ফুটপাতই উষ্ণতা খোঁজচ্ছেন নিম্নবিত্তরা কয়রায় ইউনিয়ন পরিষদে বাজেট বরাদ্দ বিষয়ে গণশুনানি মানিকগঞ্জে বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন গ্রেফতার বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন মুন্সীগঞ্জের ইতালী প্রবাসীর নেতৃত্বে ১৮ জনের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত সিংড়ায় খেজুড় গুড় তৈরীতে ব্যস্ত কারিগররা ধনবাড়ীতে মাসরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল শীর্ষক প্রশিক্ষণ তৃণমূলকে গতিশীল করতে পথ-প্রান্তরে ছুটছেন বিএনপি’র আব্দুল খালেক কয়রায় শিশুদের আনন্দ দানে ও মেধা বিকাশে শিশু মেলা জামালপুর বিএডিসি কর্মকর্তা কর্তৃক মসজিদের নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগ

কয়রায় শিশুদের আনন্দ দানে ও মেধা বিকাশে শিশু মেলা

এস এম এ রউফ (কয়রা) খুলনা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

উপকূলবর্তী উপজেলা খুলনার কয়রায় শিক্ষার মানোন্নয়নে ও শিশুদের আনন্দ উৎসব মনোমুগ্ধকর পরিবেশে বেড়ে উঠা এবং সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষে শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উত্তর বেদকাশী ইউনিয়নের কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যলয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় আলোকিত করি ইয়ুথ ভলেন্টিয়ারের বাস্তবায়নে এ মেলা অনুষ্ঠিত হয়। আলোকিত করি’র প্রজেক্ট অফিসার মোঃ আয়ুব হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাঠমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কযরা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান, আলোকিত করির প্রজেক্ট অফিসার ইমরান হোসেন, ইয়ুথ ভলেন্টিয়ার আমিনুর ইসলাম, শুভ, সিয়াম, বাদল, নাহিদ হাসান,সংগ্রাম,সেলিম রেজা, প্রমুখ। এ সময় বক্তারা বলেন আমাদের শিশুরাই আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দিবে ভবিষ্যতে। তাই এখন থেকে যদি তারা সুন্দর স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে না পারে তবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ সুন্দর হবে না। বক্তারা শিশুদের প্রতি অভিভাবক ও আমাদের সকলকে আরো বেশি মানবিক হওয়ার আহবান জানান। এ ছাড়া এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করাই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আলোচনা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী মেলায় আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com