কয়রা সদর ইউনিয়নে বাজেট বরাদ্দ ও আয় ব্যায় বিবরন প্রকাশ বিষয়ে এক গন শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে ইভলপ প্রকল্প ডরপ এই গণশুনানির আয়োজন করে। কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মাসুম বিল্লাহ, হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, সরদার নাজমুল সাদাত, মোঃ মিজানুর রহমান কোহিনুর, আবু হুরাইরা খোকন, সেলিনা আক্তার লাইলি, ডরপের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ হারুন অর রশিদ, স্থানীয় অধিবাসী মোল্যা মনিরুজ্জামান মনি, সাবানা আক্তার, সানজিদা মুন্ডা, প্রকৃতি রানী মন্ডল প্রমুখ। গন শুনানি অনুষ্ঠানে বিভিন্ন ওর্য়াডের জন সাধারন অংশ গ্রহন করেন।