বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

গজারিয়ায় মাদ্রাসায় ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান রতনের নিজস্ব অর্থায়নে সোমবার গজারিয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের ও এলাকাবাসীর মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোসেন্দী ইউনিয়নের জামালদী মাদ্রাসাতুস মালেহীন, লস্করদী দারুল কোরআন ক্বওমী মাদ্রাসাও এতিমখানা, ভবানিপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ইসমানিরচর কাসিমুল উলুম মাদ্রাসা, গোসাইরচর খলিল হাসান আখন্দ বায়তুন নূর মাদ্রাসা ও রসুলপুর এলাকায় ৩৩নং রসুলপুর সরঃপ্রাঃ বিদ্যালয়ে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরন করেন। কামরুজ্জামান রতন স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এই শীত বস্ত্র বিতরণ করেন। পর্যায়েক্রমে উপজেলার সকল প্রতিষ্ঠান ও অসহায় মানুষদের মধ্যে এই শীত বস্ত্র দেওয়া হবে বলে জানান। এ সময় উপস্হিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান সফিক, সাবেক ছাত্র নেতা ভিপি মাসুম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না,গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মারুফ মিয়াজি, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহম্মেদ সিকদার, যুগ্ম আহবায়ক কেএম জালাল রীমু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম, হোসেন্দী ইউনিয়ন বিএনপির নেতা মমিন মৃধা, যুবদল নেতা মোকলেছ দেওয়ান, যুবদলের নেতা মোহাম্মদ হাসান সরদার প্রমূখ। গজারিয়ায়বিভিন্ন মাদ্রাসা ও অসহায়দের মধ্যে শীতবস্র বিতরন। জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন বিভিন্ন মাদ্রাসায় ও ঈমামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামেরঅসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com