বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে পূরণ হলো নড়াইল ও লোহাগড়াবাসীর স্বপ্ন লামায় সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক জমি দখল ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন ধর্মের শান্তির বাণী নিজেদের মধ্যে স্থাপন হলে বিভেদ দূর হবে সমাজে শান্তি প্রতিষ্ঠায় সকলকে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি: তারেক রহমান ভাঙ্গুড়ায় কনকনে শীতে ব্যুরো বাংলাদেশের ৫০০ কম্বল পেল অসহায়-দরিদ্ররা শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির ৭২তম সভা ইসলামী ব্যাংকের মেহেন্দিগঞ্জ উপশাখা উদ্বোধন বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের বার্ষিক মিলন মেলা

আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বেশি : ফাওজুল কবির খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ভারত বা আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে যেকোনো প্রকল্পের ব্যয় অনেক বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘আমাদের যেকোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায়, আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। ব্যয় যদি কমানো না যায়, তাহলে রেলসেবা দেয়ার প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব না।’ গতকাল মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা-খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘রেলের আজকের যে অবস্থা, এই অবস্থায় আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। যত্রতত্র রেলস্টেশন বানানো হয়েছে, লাইন বিস্তার করা হয়েছে। কিন্তু ইঞ্জিন, কোচ, জনবল আছে কি না সেগুলো না দেখে, এসব করা হয়েছে।’ রেলসংশ্লিষ্ট সবাইকে কিভাবে খরচ কমাবেন, সেই অনুরোধ করবেন বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, রেল সাশ্রয়ী যাতায়াতব্যবস্থা। খুব অল্প খরচে এর মাধ্যমে যাতায়াত করা যায়। কিন্তু আমাদের রেলে নানা সঙ্কট আছে। আপনারা অনেকে অসন্তোষ ব্যক্ত করে থাকেন। আমাদের ইঞ্জিনে সঙ্কট আছে, আমাদের কোচের সঙ্কট আছে, আমাদের জনবলের সঙ্কট আছে। সীমিতসংখ্যক জনবল দিয়ে রেলের কর্মীরা বড় দায়িত্ব পালন করছেন।’
সাধারণ যাত্রীদের উদ্দেশ করে ফাওজুল কবির বলেন, ‘সবাই আশা করেন যে রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান, তারা দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাবেন। এটা সম্ভব নয়। আপনি যতই স্টপেজের সংখ্যা বাড়াবেন, ততই যাতায়াতের সময় বাড়বে। এখন এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে প্রতিটি জায়গাতেই রেলস্টেশন করতে হবে। প্রতিটি স্টেশনেই রেলগাড়ি থামাতে হবে। এটা ভালো লক্ষণ নয়। যেখানে যাত্রী বেশি হবে, সেখানেই গাড়ি থামবে। যেখানেই রাজস্ব পাওয়া যাবে, সেখানে রেলগাড়ি থামবে।’
রেলকে তার আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে হবে বলেন উপদেষ্টা। সরকারকে সব খাতেই ভর্তুকি দিতে হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই ভর্তুকি আর কত দেয়া যাবে?’ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com