তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, আফগানিস্তানে পশ্চিমা আইন প্রয়োজন নেই। যতক্ষণ শরিয়া আইন কার্যকর থাকবে, ততক্ষণ গণতন্ত্র থাকবে না। তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, আফগানিস্তানে পশ্চিমা আইন প্রয়োজন নেই। যতক্ষণ শরিয়া আইন কার্যকর থাকবে, ততক্ষণ গণতন্ত্র থাকবে না।
গত রোববার কান্দাহারের ঈদগাহ মসজিদে ঈদুল ফিতরের খুতবায় এই মন্তব্য করেন তিনি। তার ৫০ মিনিটের অডিওটি তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্স-এ প্রকাশ করেছেন।
আখুন্দজাদা পশতু ভাষায় বলেন, ‘পশ্চিমা আইনের কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের নিজস্ব আইন তৈরি করব।’ এ সময় তিনি ইসলামী আইনের গুরুত্ব তুলে ধরেন। তালেবানদের শরিয়া আইন প্রয়োগের কল্যাণে আফগান নারীরা শিক্ষা, চাকরি এবং বেশিরভাগ পাবলিক ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করেছে। যদিও তালেবান আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন; তথাপি চীন এবং সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি দেশের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেয়ার পর আখুন্দজাদা শক্ত হাতে নীতি পরিচালনা করছেন।
রবিবার আখুন্দজাদা পশ্চিমাদের সমালোচনা করে বলেন, অবিশ্বাসীরা মুসলমানদের বিরুদ্ধে এক হয়েছে। গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ ইসলাম বিরোধিতায় একসঙ্গে কাজ করছে। সূত্র : এপি