জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ এপ্রিল) সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা অধ্যক্ষের কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম। প্রস্তুতি সভায় চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব আব্দুর রশিদ আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মজিদ আকন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২নং চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চরআমখাওয়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ি ডিগ্রী কলেজের অধ্যাপক নুর উদ্দিন , চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজান আলী, বাংলাদেশ জামায়াত ইসলামি চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, ইসলামি আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব শাহ জিহাদি, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান প্রমূখ। সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক তারিকুল ইসলাম তারেক। কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ বলেন, এবারের পরীক্ষা যাতে করে সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করছি। এবারে ৭টি প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২১৪ জন ছাত্র/ছাত্রী অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ,সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে হয়, তার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।