বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আলতাফুর রহমান আলতাফ লালমনিরহাট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের উপ মহাপরিচালক মো: আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেছেন, দেশ ও জাতি গঠনে আনসার ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তারা দেশ ও জাতির কল্যাণে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, বনায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, নিরক্ষরতা দূরীকরণ, নারী ও শিশু পাচার রোধ সহ দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি দেশের মানুষের দুঃসময়ে আনসার ভিপিপির সদস্যদের পাশের দাঁড়ানোর আহবান জানান। তাছাড়া সাহসিকতার মাধ্যমে নিজ নিজ দায়িত্ব পালনে বিশেষ গুরুত্বারোপ করার আহবান জানান। গত সোমবার(২৩ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে দরিদ্র-অসহায় আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আনসার ও ভিডিপি রংপুর মোঃ আব্দুস সামাদ বিভিএম পিভিএম এস। রেঞ্জ কমান্ডার রংপুর। সভাপতিত্বে ও সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম মজিবুল হক পাভেলপরিচালক ও জেলা কমান্ড লালমনিরহাট। মোঃ কামরুজ্জামান পরিচালক ২৮আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট। হকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: আলামিন গাজী, তানিয়া লাইজু খানম, আমির হোসেন ও দলনেতা ইমতিয়াজ রহমান ইনু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com