রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

বিপিএলে শেষ মুহূর্তে দল পেলেন তামিম ও ইকবাল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কিছু দিন আগেই বাংলাদেশকে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শিরোপা এনে দেন আজিজুল হাকিম তামিম। ক্ষুরধার অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও ছিলেন সফল। বিস্ফোরক ব্যাটিংয়ে নজর কাড়েন জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ শিরোপা এনে দিতে বল হাতে দারুণ ভূমিকা রাখেন পেসার ইকবাল হোসেন ইমন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। এরপর জাতীয় লিগ টি-টোয়েন্টিতেও তোলেন গতির ঝড়। যার পুরস্কার হাতেনাতেই পেয়েছেন তামিম ও ইকবাল। আসন্ন বিপিএলে দল পেয়েছেন তারা। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপজয়ী অধিনায়ককে শেষ মুহূর্তে এসে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। আর ইকবালকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।
নাকের ডগায় অপেক্ষা করছে বিপিএল। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের। আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। এর মাঝেই এলো তাদের দল পাওয়ার নতুন খবর। তামিম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৪০ রান করেন। যার ধারাবাহিকতায় ডাক পান এনসিএলে। সেখানেও হয়েছেন সেরা পাঁচ রান সংগ্রাহকের একজন। নয় ম্যাচে ১৩৭ স্ট্রাইক রেটে করেন ২৩৭ রান।
আর ইকবাল এশিয়া কাপে ৫ ম্যাচ খেলে নেন আসর সর্বোচ্চ ১৩ উইকেট। ফলশ্রুতিতে সুযোগ মেলে এনসিএলে। এখানে ৬ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে নেন ৫ উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com