রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

বেগম জিয়াকে দেখতে লন্ডনে মির্জা আব্বাস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গত শুক্রবার স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাজ্য বিনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন । মির্জা আব্বাস বলেন , ম্যাডাম জিয়া চিকিৎসারত আছেন। তাই তাকে দেখতে এসেছি। এটি আমার দায়িত্ব। সাংবাদিকদের পক্ষ থেকে মাইনাস টু ফর্মুলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাইনাস টু ফর্মুলা’ অকার্যকর। যে যতই চেষ্টা করুক এটি অকার্যকরই থাকবে। লন্ডনে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন থাকবো তা বলা মুশকিল । এটি ম্যাডামের চিকিৎসার উপর নির্ভর করবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com