জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হয়েছেন জনতা ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসার মোঃ ইকবাল হোসেন এবং সদস্য সচিব হয়েছেন সোনালী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম – আহবায়ক রুপালী ব্যাংক পিএলসির এজিএম রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক সাউথ ইস্ট ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রুকসুর এ জি এস মোঃ ওবায়দুর রহমান ওবায়েদসহ জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ এর কেন্দ্রীয় ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দেশের তফসিলি সরকারি বেসরকারি সকল ব্যাংক এর জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি) এর কমিটি গঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রদল নেতাকর্মী যারা বিভিন্ন ব্যাংকে কর্মরত রয়েছেন তাদের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়েছে। ২০১২ সাল থেকে এই ব্যানারে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এর ঐতিহাসিক বটতলায় বিভিন্ন ব্যাংকের জাতীয়তাবাদ ধারণকারী কর্মকর্তারা মিলিত হয়ে সর্ব সম্মতিক্রমে প্রাথমিকভাবে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। পরবর্তীতে তা বর্ধিত করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ব্যাংকারদের ন্যায় সংগত অধিকার আদায়ের লক্ষ্যে “জাতীয়তাবাদী শক্তি অর্থনৈতিক মুক্তি ” এই শ্লোগানকে ধারণ করে জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশ (জেবিএবি) এর শুভ যাত্রা শুরু হয় এবং ১৫১ সদস্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকসহ, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, অগ্রণী ব্যাংক, এবি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এন আর বিসি ব্যাংক, সোনালী, জনতা, কৃষি ও রূপালী ব্যাংক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন এ কমিটিতে। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটা সাত সদস্যের আংশিক উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে।