বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদের নিজস্ব অর্থায়নে গজারিয়ার ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরন করা হয়। ১১ই জানুয়ারী শনিবার সকাল ১১ টায় সিনিয়র রাজনৈতিক ব্যাক্তি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন আহম্মেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের মহাব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদ, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল আহম্মেদ রতন, বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, গজারিয়া উপজেলা যুবদলের আহবায়ক অহিদুজ্জামান অহিদ , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলি হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাএদল যুবদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালন ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহাদী ইসলাম বাবু।