ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের সংঘর্ষে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ি এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খাঁ(২৫)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দী গ্রামের আলেফ খানের ছেলে। বলে জানাগেছে। সাজ্জাদ দুর্ঘটনাকবলিত বাসের হেলপার ছিলেন। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে ফরিদপুর থেকে আলিফ-মিম নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ি এলাকায় ওই বাসটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (কুষ্টিয়া -ট ১১-৩২৪৩) সঙ্গে পাশাপাশি সংঘর্ষ হয়। এতে বাসটি খাদে পড়ে যায় এবং ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী বলেন, সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ময়নাতদন্তে পাঠানোসহ আনুসঙ্গিক কার্যক্রম করবে।