সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
কৃষকের আশার আলো কালীগঞ্জে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো ধান চাষে বাড়ছে আগ্রহ কমলগঞ্জে গরিব ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি প্রদান রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি জলঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২৫ পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছিল-ডা. মাজহার গত ১৫ বছর গণমাধ্যম সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারে নি-বিএফইউজের মহাসচিব কাদের গনি শহীদ নূর আলী কলেজে নবীনবরণ উৎসব উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে পিঠা উৎসব : তিন লক্ষাধিক টাকার পিঠা বিক্রি

শহীদ নূর আলী কলেজে নবীনবরণ উৎসব

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে কলেজের সকল বিভাগের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। সেজেগুজে সুন্দর পোশাকে কলেজে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাস জুড়ে। অনুষ্ঠানে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে চলছিল পরিচিতি পর্ব। আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। নবীন বরণ উপলক্ষে কলেজ ক্যাম্পাসে পিঠা মেলার আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।শহীদ নূর আলী কলেজের প্রতিষ্ঠাতা এন এস এম শওকত আলীর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান, এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আতিয়ার রহমান,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক তবিবুর রহমান মিনি, অত্র কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আশারাফুজ্জামান রনি প্রমুখ। অনুষ্ঠানের প্রধান বক্তা হামিদুল ইসলাম হামিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাঠ গ্রহণ করে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো।এ সময়ে কলেজের শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ নবীন ও পুরাতন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com