নীলফামারী জলঢাকা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন মামলার আসামীদের দ্রুত গ্রেফতার,মামলার সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেল সারে ৩ টায় উপজেলার জিরো পয়েন্ট মোড় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার ও সাধারণ সম্পাদক মো: ময়নুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুট্টু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গত ২০২৪ সালের ১৩ ই সেপ্টেম্বর তৎকালীন সরকার প্রধান খুনি হাসিনার দোসর ও সন্ত্রাসী সাইফুল ইসলাম মুকুল চেয়ারম্যান ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার গংদের নেতৃত্বে ডাউয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাংচুর, বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতনের মামলার আসামীদের দ্রুত গ্রেফতার, মামলার সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবীতে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ-সংগঠন জলঢাকা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা।