মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মো. বজলুর রহমান ফাউন্ডেশন কর্তৃক ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে গরীব ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি প্রদান করা হয়। ১২ জানুয়ারী রোজ রবিবার কমলগঞ্জে অবস্থিত-কমলগঞ্জ দাখিল মাদ্রাসা, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা, মকবুল আলী উচ্চ বিদ্যালয়, আইডিয়াল কেজি এন্ড উচ্চ বিদ্যালয়ে ১৭ জন গরীব ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো: কামাল উদ্দিন জানান, শিক্ষার প্রসার ও গরীব জনগোষ্ঠীর মাঝে যাতে শিক্ষার আলো প্রজ্জ্বলিত হয়, এই লক্ষ্য নিয়ে মো. বজলুর রহমান ফাউন্ডেশন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের মধ্যে একজন ছাত্র বা ছাত্রী পড়ালেখার মধ্যখানে যাতে আর্থিক অনটনে ঝরে না পড়ে, তার জন্য ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কবি খালিদ সাইফুল্লাহ রহমানের সিদ্ধান্ত মোতাবেক-৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ফাউন্ডেশনের খরচে পড়ালেখার সুযোগ করা হয়েছে।