শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

পিএসএলের ড্রাফট শেষে কেমন হলো দলগুলো

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

পাকিস্তানের লাহোর ফোর্টে গত অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের প্লেয়ার্স ড্রাফট। যেখানে নাম ছিল বাংলাদেশের ৩৯ ক্রিকেটারের। তবে তাদের মধ্য থেকে দল পেয়েছেন মাত্র তিনজন।
সিলভার ক্যাটাগরি থেকে লাহোর ক্যালান্দার্সে গেছেন রিশাদ হোসেন। একই ক্যাটাগরি থেকে লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস। আর গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে খেলবেন তিনি। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে ছয় দলের পিএসএলের এবারের আসর। একই সময়ে আইপিএল চললেও ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামস, রাসি ফন ডার ডুসেন, স্যাম বিলিংস, কলিন মুনরোর মতো তারকারা আছেন এবারের পিএসএলে। চলুন ড্রাফট শেষে দেখে নেয়া যাক ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-
পেশোয়ার জালমি
বাবর আজম, সাইম আইয়ুব, টম কোহলার ক্যাডমোর, মোহাম্মদ হারিস, করবিন বশ, মোহাম্মদ আলী, নাহিদ রানা, আহমেদ ড্যানিয়েল, আলজারি জোসেফ, হুসেইন তালাত, আব্দুল সামাদ, মেহরান মুমতাজ, আসিফ ইয়াকুব, সুফিয়ান মুকিম, নাজিবুল্লাহ জাদরান, আলি রাজা, ম্যাক্স ব্রায়ান্ট ও মাজ সাদাকাত।
করাচি কিংস
ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনে, লিটন দাস, আব্বাস আফ্রিদি, জেমস ভিন্স, কেইন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবী, ওমর বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ, রিয়াজউল্লাহ, ফাওয়াদ আলী, শান মাসুদ, আমের জামাল, ইরফান খান নিয়াজি, টিম সেইফার্ট, জাহিদ মাহমুদ, আরাফাত মিনহাস ও মির হামজা।
ইসলামাবাদ ইউনাইটেড
নাসিম শাহ, শাদাব খান, ম্যাথু শর্ট, হায়দার আলী, সালমান আলী আগা, আজম খান, ইমাদ ওয়াসিম, জেসন হোল্ডার, বেন ডেয়ারহিস, রাইলি মেরেডিথ, স্যাম বিলিংস, রাসি ফন ডার ডুসেন, কলিন মুনরো, রুম্মন রেইস, আন্দ্রেস গুস, মোহাম্মদ নওয়াজ, হুনাইন শাহ, সালমান ইরশাদ ও সাদ মাসুদ।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স
ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো, মোহাম্মদ জিসান, দানিশ আজিজ, কুশল মেন্ডিস, শন অ্যাবট, আকিল হোসেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, খাজা নাফে, উসমান তারিক, হাসিবুল্লাহ খান, খুররাম শেহজাদ, কাইল জেমিসন ও হাসান নওয়াজ।
লাহোর কালান্দার্স
ফখর জামান, শাহীন শাহ আফ্রিদি, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, হারিস রউফ, সিকান্দার রাজা, টম কারান, সালমান আলী মির্জা, মোহাম্মদ নাঈম, জামান খান, জাহানদাদ খান, আব্দুল্লাহ শফিক, রিশাদ হোসেন, মোহাম্মদ আখলাক, ডেভিড ভিসা, আসিফ আলী, আসিফ আফ্রিদি, মোমিন কামার ও মোহাম্মদ আজাব।
মুলতান সুলতানস
মোহাম্মদ রিজওয়ান, উসামা মির, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, আমের আজমাত, জনসন চার্লস, ইয়াসির খান, শহিদ আজিজ, উবাইদ শাহ, তৈয়ব তাহির, জশ লিটল, গুদাকেশ মোটি, আকিফ জাভেদ, ফয়সাল আকরাম, মোহাম্মদ হাসনাইন, ক্রিস জর্ডান ও কামরান গুলাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com