বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নিতে হবে : দুদু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

ফ্যাসিবাদ ঠেকানোর দায়িত্ব সবাইকে নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, শেখ রেহেনাসহ তার নাতি-নাতনিরা পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতিবাজ লুটেরা হিসেবে চিহ্নিত হয়েছে। তাই এই ফ্যাসিবাদ দুর্নীতিবাজ বাংলাদেশে যেন আর না আসতে পারে, সেজন্য শুধু রাজনৈতিক দলের ওপর দায়িত্ব দিলেই হবে না। এ দেশের সাধারণ জনগণ এবং যারা মিডিয়ার সাথে জড়িত আছে, তাদেরকেও সজাগ থাকতে হবে।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাজধানী উত্তরায় একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, শেখ হাসিনা ছিলেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্বৈরাচার শাসক। অনেকেই বিশ্বাস করেছিল, এই দানব স্বৈরাচারকে সরানো যাবে না। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে এই স্বৈরাশাসককে বিদায় করেছে।
তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিক সত্য কথা বলেছে ও লিখেছে, তারা নির্যাতনের যেমন শিকার হয়েছে, বিরোধী দলের রাজনৈতিকরাও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে জেল-জুলুমের শিকার হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, গত ১৬-১৭ বছর যে স্বৈরাচার দেশ শাসন করেছে, বাংলাদেশের ছাত্র-জনতা বুকের
তাজা রক্ত দিয়ে এই স্বৈরাশাসককে বিদায় করেছে। এই ছাত্র জনতার মধ্যে শিশুরাও শহীদ হয়েছে। অসংখ্য ছাত্র, শ্রমিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
এ সময় তিনি আন্দোলনে আহতদের চিকিৎসা ও পরিবারের বিষয়ে সিরিয়াস হওয়ার আহ্বান জানান সরকারকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com