বোরহানউদ্দিনে বিএনপির প্রতিনিধি সভায় মাফরুজা সুলতানা
ভোলার বোরহানউদ্দিনে উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে, ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশক্রমে, উপজেলার বড়মানিকা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় বড়মানিকা ইউনিয়ন পরিষদের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেন, বিএনপি‘র নেতা-কর্মীদের সুসংগঠিত থাকতে হবে। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংষ্কার প্রস্তাবের সুফল গণমানুষের কাছে তুলে ধরতে হবে। তাদের বুঝাতে হবে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। বিএনপি স্বাধীনতা বিরোধী কোন দল নয়, বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। একটি দল ইসলামকে পুঁজি করে বাড়ি বাড়ি গিয়ে ধর্মের দোহাই দিয়ে ফরম পূরণ করে টাকা নেয়। আপনারা তাদের থেকে সাবধান থাকবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম, সদস্য সচিব কাজী মোঃ আজম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী ও হাসান হাওলাদার সহ শহিদুল ইসলাম নাসিম কাজী,উপজেলা বিএনপির সদস্য
আমিনুল ইসলাম জানাল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জসিম খা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়া বোরহানউদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার সহ ইউনিয়ন ইউনিয়ন যুবদলের সভাপতি রিয়াজ হাওলাদার, সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পিয়াস চৌধুরী আমিন,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম প্রমুখসহ বিএনপির অঙ্গ সংগঠনের বড়মানিকা ইউনিয়ন ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপুস্থিত ছিলেন। এসময় স্থানীয়ভাবে দলীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের কথা মনোযোগ সহকারে শুনেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়মানিকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেনু হাওলাদার ও সঞ্চলনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হাওলাদার ও ইউসুফ মেম্বার। উল্লেখ্য, উপজেলা বিএনপির কার্যক্রমকে গতিশীল ও স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে উপজেলার সকল ইউনিয়নে প্রতিনিধি সভা করার ধারা অব্যাহত আছে।