মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

‘বিগ বস’ এর ফাইনালে আমির খান, ট্রফি জিতলেন করণবীর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ীর মুকুট জিতলেন অভিনেতা করণবীর মেহরা। ১০৪ দিনের নানা নাটকীয়তা শেষে রোববার (১৯ জানুয়ারি) রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন। পুরস্কার হিসেবে এদিন ৫০ লাখ রুপির নগদ পুরস্কারের সঙ্গে সোনার ট্রফি জেতেন তিনি।
এই গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও আরেকজন ফাইনালিস্ট ছিলেন, ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুভূতি ব্যক্ত করে করণ বলেন, ‘আমি ভীষণ খুশি। আমার নিজের ওপর বিশ্বাস ছিল। আমি কঠিন পরিশ্রম করেছি। এখানে এসে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি।’
ভিভিয়ান ডিসেনার সঙ্গে করণের লড়াই হয়েছে সেয়ানে–সেয়ানে। ভিভিয়ানকে তিনি বলেন, ‘যখন দুজন মানুষ একটা ট্রফির জন্য লড়াই করে, তখন সম্পর্কে একটা তিক্ততা আসবেই। কিন্তু আমার ওকে দেখে হিংসাও হতো। কারণ, ও সব জিনিস অনেক সহজভাবে পেয়ে গেছে। আর এটা আমি শোয়েও বারবার বলেছি। কিন্তু সত্যিই ও খুব ভালো একজন মানুষ। আর সেই কারণে আমি ওকে পছন্দ করি।’
এদিন ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথমবারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’
প্রসঙ্গত, এদিন বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর।
বিজয়ীর নাম ঘোষণার আগে, ‘বিগ বস-১৮’–এর সেরা ছয় ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন। আর এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে প্রথমে বাদ পড়েন ঈশা সিং, ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। এরপর বাদ পড়েন অভিনেতা চুম দারাং। এরপর একে একে বাদ পড়েন অন্যরা। অবিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজের দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। শেষ পর্যন্ত শীর্ষ তিনে পৌঁছেও বিদায় নেন রজত দালাল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com