শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

পার্বত্য ভিক্ষুসংঘের উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

শাহ বুলবুল:
  • আপডেট সময় সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

পার্বত্য ভিক্ষুসংঘের উপসংঘরাজ ও বিশিষ্ট বৌদ্ধ সন্ন্যাসী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ভেন. প্রজ্ঞাজ্যোতি মহাথের ও সাধারণ সম্পাদক ভেন. লোকমিত্র থের। গত ২৫ জানুয়ারি, রাজধানীর মিরপুরে অবিস্থত শাক্যমুনি বৌদ্ধ বিহারে উপসংঘরাজের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতকালে পার্বত্য ভিক্ষুসংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মানিত উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতকার পর্বটি চলে সৌহার্দ্যপূর্ণভাবে। এসময় তারা কথা বলেন বাংলাদেশের ঐতিহ্যবাহী থেরবাদী বৌদ্ধ ভিক্ষু সংগঠন পার্বত্য ভিক্ষুসংঘের ভবিষ্যৎ কর্মপন্থা, পরিচালনা ও বাস্তবায়নের নানাবিধ দিক নিয়ে। সাক্ষাৎকালে উপসংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ভিক্ষুসংঘ অবশ্যই আর্তÑমানবতার সেবায় নিয়োজিত থেকে বৌদ্ধ ধর্মের সুস্থিতির জন্য নিজেদের কার্যক্রম পরিচালনা করবেন’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com