তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। উত্তরার গরিব-ই-নেওয়াজ এভিনিউতে অবস্থিত কলেজের মেইন ক্যাম্পাস থেকে শুরু হওয়া র্যালির নেতৃত্ব দেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। শত শত ছাত্রছাত্রীর সাথে র্যালিতে অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, মিজানুর রহমান খান প্রমুখ। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়। এসময় ছাত্রছাত্রীদের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায়। ‘আমরা তরুণ/উদ্ভাবনই আমাদের ভবিষ্যৎ’, ‘যেখানে তারুণ্য/সেখানেই সম্ভাবনা’, ‘সাহসের প্রতীকের নামই তারুণ্য’, ‘তারুণ্যের কন্ঠস্বর বদলে দিবে দেশ’। এসব স্লোগান মূলত: তরুণদের মাঝে জেগে থাকা একটা বৈষম্যহীন স্বনির্ভর দেশের কথা যার বাস্তবায়নও তরুণদের হাতে।