বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বান্দরবানের লামায় গনসচেতনতা মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গজালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক শমসের গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির উপজাতিয় বিষয়ক সম্পাদিকা মাম্যাচিং। এসময় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ সুমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, লামা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি মোঃ সাইফুদ্দিন,সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আইয়ুব আলী, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, উপজেলা যুবদলের সিঃ যুগ্ন-আহবায়ক শাফায়েত হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন আরাফাত বুলবুল প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন,তারেক রহমান ঘোষিত দলের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামো যথাযথ ভাবে পরিপূর্ণতা পাবে। সেখানে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে।