ভোলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শরীফুল হক বলেছেন, প্রত্যন্ত এলাকার অপরাধ দমনে গ্রাম পুলিশদের (চৌকিদার) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা অপরাধ দমনে বিভিন্নভাবে থানা পুলিশকে সহযোগিতা করেন। তাই প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যদের সব সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যাতে করে গ্রামাঞ্চলের কোথাও কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে। সোমবার দুপুরে লালমোহন থানার আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এছাড়াও এ সময় লালমোহন ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় গ্রাম পুলিশদের অগ্নিকা- প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদারসহ থানায় কর্মরত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।