মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
শেরপুরে ব্রহ্মপুত্র নদী খননের বালু নিয়ে জেলা জুড়ে তোলপাড় শিশু সাহিত্যে স্বর্ণ পদক পেলেন কবি ইলোরা সোমা মঠবাড়িয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যাচার ও আ.লীগ নেতাকে থানা থেকে ছেড়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন চকরিয়ায় সাংবাদিকের স্ত্রী-কন্যার খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন রাণীশংকৈলে ৯৫ বছর বয়সী মজিদ মুন্সির সংসার চলে বাদাম বিক্রি করে দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিক্স-এ-সাইড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন নড়াইলের মধুরগাতিতে মাদক ও চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবীতে জনতার মতামত যাচাই ফটিকছড়িতে সিআইপি মাহমুদ আজমকে সংবর্ধিত করল জামায়াত

শরীয়তপুরে সন্ত্রাসী হামলায় সমকালের সাংবাদিকসহ ৪ জন আহত

শরীয়তপুর প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

শরীয়তপুরে দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজনের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এসময় তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিক আহত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ২৪ টেলিভিশন ও জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভি ও সময়ের কন্ঠস্বর প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করে জেলা গণমাধ্যমকর্মীরা। অপরদিকে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয়দানকারী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে নাম সর্বস্ব একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ বিষয়টি নিয়ে গতকাল দুপুরে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজনের সংবাদিকদের বাকবিতন্ডা হয়। সে ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার দুপুরে সোহাগ খান সুজন তাঁর ব্যক্তিগত অফিস কোর্ট এলাকায় যাওয়ার পথে নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখ, পালং মেডিক্যাল সেন্টারের মালিক ইব্রাহিম মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লাসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী মিলে ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এলে নিউজ২৪ ও জাগো নিউজের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের ওপর হামলা চালায় তারা। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত অবস্থায় সুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাওয়ার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা নুরুজ্জামান শেখ ও তাঁর সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা চালায়। আমি এই হামলার বিচার দাবি করছি। নিউজ২৪ প্রতিনিধি বিধান মজুমদার বলেন, হঠাৎ করে দেখি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নুরুজ্জামান শেখসহ ১০ থেকে১২ জন সন্ত্রাসী সুজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আমরা বাঁচাতে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শরীয়তপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আরটিভির শরীয়তপুর প্রতিনিধি আবুল হোসেন বলেন, সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। আমরা ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এ ব্যাপারে শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com