ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিক্স-এ-সাইড স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) সকাল ১১টাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কালীগঞ্জ পৌর শাখার আয়োজনে সরকারি নলডাঙ্গা ভূষন হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়া উক্ত টুর্নমেন্টের উদ্বোধন ঘোষণা করেন। মোট আটটি দল এ টুর্নামেন্টে অংশ গ্রহন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু জাফর, পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, কামরুল মুন্সি, মিজানুর রহমান লাল্টু, আশরাফুজ্জামান লাল,শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, যুগ্ম আহবায়ক আশারুজ্জামান রনি, ক্রিড়া সংগঠক অজিত ভট্টাচার্য, সাংবাদিক জামির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, জাহাঙ্গীর হোসেন মাস্টার, তৌফিকুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সহ সভাপতি শিপুল আহমেদ, কালীগঞ্জ মাইওয়ান শোরুমের স্বত্বাধিকারী সাজ্জাদ হোসেন, এস এ ট্রেডার্স এর স্বত্বাধিকারী চন্দন সাহা প্রমুখ। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ। এদিন মাঠে অনেক ক্রিকেটপ্রেমী দর্শককে খেলা উপভোগ করতে দেখা যায়।