বিদ্যা জ্ঞান ও সাংস্কৃতিক পূর্ন্যতা লাভের আশায় সনাতন ধর্ম বিশ্বাসী ছাত্র-ছাত্রী কিশোর কিশোরী যুবকেরা স্বরস্বতী মায়ের আর্শিবাদের রক্ষে গলাচিপা পৌর সদর সহ বিভিন্ন পাড়া মহল্লা স্কুল কলেজ ৫ম ও ৬ষ্ঠ তির্থতে প্রতিমা আনয়ন পূজা ও অঞ্জলি ও বাদ্যযন্ত্র ব্যানার সহ সকাল ৯ টায় পৌর সদরের প্রদান প্রধান সড়কে বিদ্যাদেবীর চরন অনুষ্ঠিত হয়। গলাচিপা কেন্দ্রীয় কালী মন্দির থেকে দেবীর প্রতিমা বিগ্রহ নিয়ে , পুরােহীত নারী পুরুষ কিশোর যুবকের বানী বন্দনা দিয়ে মন্ডপে নিয়ে যায়। ভক্ত বৃন্দরা নতুন সাজে মন্ডপে উপস্থিত হয়ে ফুল পুস্প অর্চনা গ্রহন করে। উল্লেখ্য যে, গলাচিপা সদরে বেন্দীয় কালী মন্দির, সরকারী কলেজ, গালর্স স্কুল আনন্দ পাড়া সাগরী রতনপুর তরুন সমাজ সহ ইইনয়ন পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। স্বরস্বতী নম ঃ ঔঁ মাহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এই মাহামন্ত্রের আর্শিবাদ পাওয়ার আশায় সর্ব জনীন ভাবে পুজা পাঠটি যুগ যুগ ধরে পালন করে।