যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা হলরুমে দৈনিক যুগান্তর পত্রিকা এর প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। এতে আরও উপিস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.অলিউল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা, দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি ওমর আলী সানী, বাংলা টিভি নাজমুল রিপন, ৭১ টিভি স্বপন দাস, রিপন বিশ্বাস, অপূর্ব সরকার, বিএনপি নেতা হেমায়েত তালুকদার, হাচান কাজী, আসাদুজ্জামান রিপন প্রমুখ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুগান্তরের সাহসী ভূমিকার প্রশংসা করেন বক্তারা। তারা বলেন, সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তর আগামী দিনগুলোতে জনগণের চাহিদা অনুযায়ী সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করার আহবান জানান।